মধ্যরাতে শাবি ছাত্রলীগের ‘ তুমি কে, আমি কে- বাঙ্গালী, বাঙ্গালী’ শ্লোগানে উত্তাল ক্যাম্পাস

- আপডেট সময় : ০১:০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)।আন্দোলনকারীরা রাজাকার শব্দে শ্লোগান বের করলে তা ছত্রভঙ্গ করে একই সময়ে বাঙ্গালী ধ্বনিতে শ্লোগান বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার(১৫ জুলাই) রাতের প্রথমভাগে আনুমানিক সাড়ে এগারোটায় শাবিপ্রবির আবাসিক হল থেকে স্লোগান দিতে শুরু করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হল এবং প্রথমছাত্রী হল থেকে ভেসে আসে স্লোগানের শব্দ।
তার কিছুক্ষণের মধ্যেই শ্লোগান নিয়ে বিভিন্ন আবাসিক হল সহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময়, তুমি কে, আমি কে, বাঙ্গালী বাঙ্গালী বলে শ্লোগান দেন রারা।
জানতে চাইলে শাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, কোটার যৌক্তিক সমাধান দেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এটা হাইকোর্টের বিষয়। রাস্তা আটকে মানুষের ভোগান্তি বাড়ানো যৌক্তিক না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।
ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান বলেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন। যা যৌক্তিক সে সমধানই নেয়া হচ্ছে। কোটার আন্দোলনে ভিন্ন ধারার রাজনৈতিক চর্চা করার খবর পতা যাচ্ছে। সুতরাং সরকারের সুদক্ষ চিন্তাভাবনার উপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ প্রায় দুইশতাধীক নেতাকর্মী।