ঘুমান্ত বিবেক মাতাল আবেগ
-আকাশমণি
ঘুমান্ত বিবেক মাতাল আবেগ নিয়ে
ঘূর্ণিপাকের মতো বিভ্রান্ত মানুষ
চীনেজোঁকের মতো লাফালাফি চুষতে।
কথাও আজ আসক্ত লালপানিতে
সমাজে সুস্থ দাবী করা মানুষ মুখ থেকে
বের হয় মাতাল কথা...
কথার বিষে অসুস্থ সাধারণ মানুষ।
গলা ডুবিয়ে শরাব পান করা মাতাল পা'য়ে
নিয়ন্ত্রণহীন সমাজ ব্যবস্থা।
জ্ঞানপাপীরা বিড়ির দামে স্বপ্ন বেঁচে
উদীয়মান তরুণ তরুণী শীতল চোখে
ভক্তির ঢেঁকুর তুলে স্বপ্ন কেনে।
ভুলে যায় ভুলে থাকে উদ্যমতা
শর্টকাটে এই বুঝি বড় হওয়া
বুঝে যায়,বোঝে যখন ভুল তার পথ
আপন পথে চলার নেয় শপথ।
অনিয়ম নিয়ম হয়ে সত্যের ঘাড়ে
বাঁকাপথ সোজাপথকে নিয়ন্ত্রণ করে।
নীতি আদর্শ মুখে শোভা পায়
কাজেকর্মে তার দেখা নাই।
যে যার মতো খাচ্ছে লুটেপুটে
ক্ষনস্থায়ী ভবের হাটে।
ভাবেনা যাবে না কিছু সাথে
থেকে যাবে সব মায়ার রথে।
ঘুমান্ত বিবেক মাতাল আবেগ নিয়ে
ঘূর্ণিপাকের মতো বিভ্রান্ত মানুষ।