শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. কবির হোসেনের সফলতার একবছর পূর্তি

- আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

সফলতা ও দক্ষতার সাথে একবছর পূর্তি পার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. কবির হোসেন। এর আগে গতবছরের ১০ই জুলাই উপ-উপাচার্যের দায়িত্ব পান তিনি। শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য মো. শাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
রোববার (১০ জুলাই) সকালে এক বছর পূর্তিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী্রা।
সফলভাবে এক বছর পূর্তি উপলক্ষ্যে অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, দায়িত্ব নিয়ে প্রথমে চোখ রেখেছিলাম কীভাবে বিশ্ববিদ্যালয়ের মান আরও উন্নয়ন করা যায়। কীভাবে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারি, গবেষণার পরিধি বাড়াতে পারি।শিক্ষার্থীদের গবেষণামুখী করতে আমাদের উদ্যোগ অবশ্যই আছে। সব বিভাগে শিক্ষার্থীদের গবেষণা করার সুযোগ আছে। শিক্ষার্থীরা শিক্ষকদের বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছে। তাদের আরও বেশি গবেষণামুখী করতে কার্যকর উদ্যোগ নেব।
অধ্যাপক ড. মো. কবির হোসেন এর আগে শাবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষক সমিতিতে দুইবার সভাপতি, একবার সহ-সভাপতি, একবার সাধারণ সম্পাদক ও দশবার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. কবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের প্রধান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্য, সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, অর্থ কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, পরিবহন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিল মনোনীত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে এসেছেন।