কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশনের কর্মশালা ও অরিয়েন্টেশন সম্পন্ন
- আপডেট সময় : ১২:৪৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে
কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশন ,সিলেট(কেসাস) কর্তৃক কুলাউড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২১-২০২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন এবং ওয়ার্কশপ-২০২৪ অনু্ষ্ঠিত হয়৷
বুধবার (২২ মে) কেসাসের সাধারণ সম্পাদক অনিক সরকারের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মোহাম্মদ তাজ উদ্দিন।
ওয়ার্কশপে মূলত ভার্সিটি লাইফ কিভাবে কার্যকর ভাবে কাটানো উচিত এবং একাডেমিক প্রেজেন্টেশন দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক, হেড ইন চার্জ P&D, SUST মাহবুব ফেরদৌস, শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আবু হেলাল চৌধুরী সুফিয়ান এবং শাবিপ্রবির এফইটি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন।
এছাড়া উপস্থিত ছিলেন কেসাসের ৫ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুমতাহীন চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেসাসের বর্তমান সভাপতি শিবলী সাদিক সজীব।