সংবাদ শিরোনাম :
ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু
শাবিপ্রবি প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
- সিলেটে ঘটে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুক্ষিণ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হল, একাডেমিক ভবন, কোয়ার্টার, পরিবহন গ্যারেজ ক্ষয়ক্ষতি হয়। তারমধ্যে আবাসিক হলের জানালার গ্লাস, পাইপ লাইন, ও ছাউনির টিন সহ মারাত্মক ক্ষতির সম্মুক্ষিণ হবার খবর পাওয়া যায়। এই ক্ষয়ক্ষতি মেরামত ও সংস্কার শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি।
মঙ্গলবার(২ এপ্রিল) এসব মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
পরিদর্শনকালে সংস্কার কাজের গুণগতমান নিশ্চিতের লক্ষে সবাইকে সতর্ক করেন তিনি। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সব সংস্কার করতেও বলেন উপাচার্য।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার বেলা ১২ টায় প্রশাসন ভবনের সসভাকক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নির্দেশে ঝড় ও শিলাবৃষ্টি পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও মেরামতের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।