থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৪ মার্চ(রবিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টা প্রত্নতত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক।
এছাড়াও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি গুলশান পারভীন সুইটি, সাধারণ সম্পাদক হান্নান রহিম ছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্র, কুবি থিয়েটারসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন 'পবিত্র রমজান মাসে সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করতে আমরা প্রতিবছর ইফতার আয়োজন করে থাকি এরই ধারাবাহিকতায় এবারও ইফতার আয়োজন করেছি। আমাদের আমাদের চেষ্টা থাকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো সংগঠনকে নিয়ে অনুষ্ঠানটি করার যাতে সবগুলো সংগঠনের মধ্যে আন্তঃ সম্পর্ক বৃদ্ধি পায় এবং সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি হয়।'