ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক
- আপডেট সময় : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন- এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটি তে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আহমেদ সজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ডি তে ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ সভাপতি সাব্বির হোসাইন, শাহজাহান কবির হীরা , সাকিব আল হাসান, নুসরাত জাহান তানজিম।যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান,সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজু,সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুন্না, জাহিদ হাসান , মারজানা সাদিয়া মিমি,কোষাধ্যক্ষ মাহবুল ইসলাম পবন,সহ কোষাধ্যক্ষ শাকারিয়া আলম, আতিয়া আদ্বীন।
সাংস্কৃতিক সম্পাদক ফাতিহা চৌধুরী রাত্রি,সহ সাংস্কৃতিক সম্পাদক স্বরুপাশ্রী শ্রীমিত্রা ছন্দা, লিমন,ক্রীড়া সম্পাদক মো: শামিম রানা, সহ ক্রীড়া সম্পাদক এম. এইচ. আর. হাবিব, মাবিয়া জাহুন, ইমরান হোসেন,অফিস সচিব মুক্তা সাহা, সহ অফিস সচিব সুমা আক্তার, মো: নাঈম তরফদার।
প্রচার সম্পাদক আসাদুল হক,সহ প্রচার সম্পাদক উম্মে হানায় শ্রাবনী, মাশকুরা জামান মুক্তি, রক্ত সচিব জাহিদুল ইসলাম শুভ,সহ রক্ত সচিব অজয় বর্মন, মো: আবু আজিম, তথ্য ও যোগাযোগ সচিব আল-আমিন হোসেন, সহ তথ্য ও যোগাযোগ সচিব জুবায়ের আলম,সমাজকল্যাণ সচিব মো: শরিফুল ইসলাম, সহ সমাজকল্যাণ সচিব তানজিলা আফরিন, বৃষ্টি সরকার,মানবসম্পদ সচিব আরিফ হোসাইন,সহ মানবসম্পদ সচিব জোবায়ের বিন আনাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি তানিম খান,অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো: ইমরান হোসাইন বাপ্পি, শিক্ষা সচিব তাবাসসুম ইসলাম নৌশিন, সহ শিক্ষা সচিব সুলতানা জ্যোতি, নারী কল্যাণ সম্পাদক নন্দনা দেবনাথ। কারিগরি সচিব মহুয়া ম্রিনময়, সহ কারিগরি সচিব আফসানা সিমু, নেটওয়ার্কিং অ্যান্ড অ্যালাইয়েন্স সেক্রেটারি বিকি আহমেদ, সহ নেটওয়ার্কিং অ্যান্ড অ্যালাইয়েন্স সেক্রেটারি মোফাস্সেল পাঠান রানা, ধর্ম সচিব সোহরাব হোসাইন।
কার্যকারি সদস্য হিসেবে আছেন আজিজুল হাকিম রাহিম, মাহফুজ তালুকদার, মুসতাকিম বিল্লাহ, মো: রেজওয়ান, মো: উজ্জ্বল, সুমন মিয়া, প্রিন্স মুক্তার, সানওয়ার সিকদার, রিজওয়ানি উৎসা, মাহমুদ আল হাসান, তালহা জুবায়ের, আহসানুল হক অনিক, জাকিরুল ইসলাম জাকির, আসফাকুর রহমান, মাহফুজা জান্নাত মিম, ইরিনা হক অবন্তি, নাদিয়া নুজহাত ঐসি, সালমা আক্তার নুপুর, হুমাইরা হাবিবা।