কুবিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের ইফতার মাহফিল
- আপডেট সময় : ০১:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ২০ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। ইফতারের পূর্বে তিনি স্ট্রেটিজিক ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করে সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের সামনে। এছাড়া উপস্থিত শিক্ষার্থীরা সান্ধ্যকালীন কোর্স ও আয়োজন সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাহেদুর রহমান, সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন।