শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছে ক্যাম্পাসের রক্তদানমুলক স্বেচ্চাসেবী সংগঠন সঞ্চালন।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন ফুডকৌর্টে ক্যাম্পাস ও আসেপাশের অসহায় মানুষদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এই বিষয়ে সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ সুষ্ময় বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও সঞ্চালন সুবিধাবঞ্চিত মানুষদের ঈদবস্ত্র প্রদান করেছে। আমরা কৃতজ্ঞ আমাদের ক্যাম্পাসের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রতি। তাদের সাহায্যেই এটা সম্ভব হয়েছে। আশা করি আপনার সবসময় সঞ্চালনের পাশে থাকবেন।
সঞ্চালনের সাধারণ সম্পাদক মহসিন হোসেন বলেন,ঈদের আনন্দ আপনজনদের পাশাপাশি আমাদের আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষেই আমাদের এই আয়োজন।
উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, “সঞ্চালনের এ মানবিক কাজে আমরা খুবই অভিভূত। আমাদের ছাত্ররা কতবেশি সৃজনশীল এবং দেশের কল্যাণের জন্য চিন্তা করে, সাধারণ মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য এটাই হচ্ছে তার একটা বড় উদাহরণ। সঞ্চালনের এসব মহতি কাজগুলো এটা প্রমাণ করে যে, তাদের মন কত সুন্দর। এদের দ্বারাই আগামী সুন্দর দেশ গঠন হবে।”
ঈদবস্ত্র বিতরণের সময় আরো উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছিলেন প্রক্টর অধ্যপক ড. কামরুজ্জামান চৌধুরী, সঞ্চালনের উপদেষ্টা অধ্যাপক মো. মহিবুল আলম এবং সহযোগী অধ্যাপক মোহাম্মাদ রাজিক মিয়া ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।