শাবিতে ইফতার নিয়ে ভুল বুঝাবুঝি, ‘ইফতার নিষিদ্ধ করেনি প্রশাসন’
- আপডেট সময় : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)র এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তির মর্ম না বুঝেই এমনটা সৃষ্টি হয়েছে বলে ধারণা করেন শিক্ষক-শিক্ষার্থী মহল।
সোমবার(১১ মার্চ) রাতে বিষয়টি পরিষ্কার করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইফতারের বিজ্ঞপ্তি ও ভুল বুঝাবুঝি পরিষ্কার করে এ বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে ছোট পরিসরে যে কেউ ইফতার আয়োজন করতে পারবে। এতে প্রশাসন কোনো বাধা দিবে না। তবে কেউ বিশ্ববিদ্যালয়ের কাছে ইফতার এর বরাদ্দ চাইলে বিশ্ববিদ্যালয় সে ক্ষেত্রে বরাদ্দ দিবে না। অর্থাৎ, ইফতার মাহফিল নিষিদ্ধ করেনি শাবিপ্রবি। তাই বিষয়টি নিয়ে ভুল না বুঝার আহবান জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদুল বলেন, আজকের নোটিসটি না বুঝেই অনেকে কথা তুলেছেন। আসলে ক্যাম্পাসে ইফতার নিষিদ্ধ করে নি। প্রশাসন বলেছেন, ইফতার মাহফিল না করার অনুরোধ রইলো। কারণ পিএম বলেছেন সরকারি খরচে ইফতার না করতে তাই শাবি প্রশাসন চেয়েছে যেন কেউ ইফতারের বরাদ্দ না চায় বা তাঁরা কাউকে ইফতারের বরাদ্দ দিবে না। তবে কেউ চাইলেই নিজ উদ্যোগে ক্যাম্পাসে ইফতার আয়োজন করতে পারবে।
উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।