শাবির চাঁদপুর এসোসিয়েশনে পাল্টাপাল্টি কমিটি, নতুন সভাপতি আরাফাত, সম্পাদক রাকিব
- আপডেট সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৩৮২ বার পড়া হয়েছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর এসোসিয়েশন দুই ভাগে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে বলে জানা যায়। নতুন এ কমিটিতে সভাপতির দায়িত্বে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবুজ্জামানকে মনোনীত করা হয়।
শুক্রবার (৮ মার্চ) পূর্বের কমিটির প্রেক্ষিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ কমিটি গঠিত হয় যেখানে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্র বিজ্ঞান বিভাগের একই বির্ষের শিক্ষার্থী সৈয়দা নওশীন আহমেদ মনোনীত হয়েছেন। কিন্তু সে কমিটি বিতর্কিত হয় এবং সেখানে এসোসিয়েশনের বড় একটা সংখ্যাকে উপেক্ষা কিরে স্বজনপ্রীতিমূলক কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে তারা একত্রিত হয়ে মীমাংসার চেষ্টা করলে প্রাপ্ত ষষ্ঠ কমিটি সমাধানে আসতে অনিচ্ছা প্রকাশ করে বলেও জানা যায়। তারই প্রতিবাদ হিসেবে বঞ্চিতরা একত্রিত হয়ে একটি নতুন কমিটি গঠন করে।
নতুন এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সায়েম খান, সহ-সভাপতি মুজাম্মেল হক শিশির,সহ-সাধারণ সম্পাদক ইয়াসির ইনজামাম মুগ্ধ, সাংগঠনিক সম্পাদক নিজাম তালুকদার, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক: মো: আলিফ সরকার, ক্রীড়া সম্পাদক সৈয়দ মায়াজ জারদি, সাংস্কৃতিক সম্পাদক: জাকারিয়া তালুকদার অমিও, অ্যাপায়ন সম্পাদক: মোহাম্মদ সুজন, প্রচার সম্পাদক নাইম হোসাইন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তানভীর আহম্মেদ ইমন, শাসমান জামান লিতুন, তাহসিন অর্ণব, আল আমিন মল্লিক, নাইম আহমেদ, অন্তিক চক্রবর্তী।