সংবাদ শিরোনাম :
শাবির সমুদ্রবিজ্ঞানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জার্মান সরকারের প্রতিনিধি
প্রতিনিধি, শাবিপ্রবি
- আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জার্মান সরকারের প্রতিনিধি।
রোববার(২৫ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে জার্মান সরকারের সমুদ্র বিষয়ক প্রতিনিধি ড. স্টিফেন গ্রোয়েনউড এর সাক্ষাৎ হয় উপাচার্যের নিজ কার্যালয়ে।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরেন । এ সময় জার্মান সরকারের সমুদ্রবিষয়ক প্রতিনিধি সমুদ্র গবেষণায় জার্মান সরকারের উদ্যোগ সম্পর্কে ধারণা দেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুব্রত সরকার।