কুবি শিক্ষক সমিতির মৌন মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
উপাচার্য দপ্তরে শিক্ষকদের উপর ‘পরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে ও ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়।
মৌন মানববন্ধনে শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ একটি ভিডিও সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সন্ত্রাসী বলেছেন। তিনি এই কথা দ্বারা তার যে সন্ত্রাসী দিক সেটি প্রকাশ করেছেন। তাই আমরা শিক্ষকেরা এই সন্ত্রাসী উপাচার্যের সাথে আজ ফুল দেবো না। আমরা শিক্ষকেরা মিলে শিক্ষক সমিতির সবাই মিলে শহীদ মিনারে ফুল দিবো।’
উল্লেখ্য, এর আগে গতকাল বিকাল চারটায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসে নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সে সময় উপাচার্য দপ্তরে বাকবিতণ্ডার আওয়াজ শুনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও কর্মকর্তারা উপাচার্য দপ্তরে জড়ো হয়। তখন শিক্ষকদের সাথে কয়েক দফায় ছাত্রলীগ নেতাকর্মী ও কর্মকর্তাদের কয়েক দফায় বাকবিতন্ডা হয়। সার্বিক বিষয়ে উপাচার্য শিক্ষক প্রতিনিধিদের সাথে দুই ঘন্টা আলোচনা শেষে বেরিয়ে যান। তবে শিক্ষকরা রাত ১০ টা পর্যন্ত উপাচার্য দপ্তরে অবস্থান করে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। নিরাপত্তা এবং অভিযুক্তদের বহিষ্কার দাবি করে ২০ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।