শীতে ছাত্রীদের সুবিধার্থে বৈদ্যুতিক কেটলি স্থাপন করেছে শাবিপ্রবির সিরাজুন্নেসা হল
- আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
ছাত্রীদের সুবিধার্থে হলের প্রতি তলায় বিনামূল্যে অত্যাধুনিক বৈদ্যুতিক কেটলি স্থাপন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল কর্তৃপক্ষ।
সোমবার(০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় হলের অভ্যন্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন হলটির প্রভোস্ট জোবেদা কনক খান। এ সময় হলের অন্যান্য সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।
হল সূত্রে জানা যায়, তিনটি ব্লকে চারতলা মিলিয়ে প্রায় সাড়ে ছয়শো ছাত্রী থাকেন এ হলে। শীতে ছাত্রীদের ঠাণ্ডা পানি ব্যবহারে অসুবিধা সৃষ্টি হয়। এবার ছাত্রীদের সে ভোগান্তি থেকে রেহায় দিতেই এমন উদ্যোগ নিয়েছে হল কর্তৃপক্ষ।
হলটির আবাসিক শিক্ষার্থী মোসাঃ ইকরা আক্তার জানান, শীতে অনেকেই অসুস্থ্য হয়ে পড়লে ডাক্তার গরম পানি ব্যবহারের পরামর্শ দেন। অনেকেই সুবিধার অভাবে পানি গরম করা ও তা ব্যবহার করতে পারে না। এমতাবস্থায় হল কর্তৃপক্ষের এমন উদ্যোগ ছাত্রীদের উপকার বয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী প্রভোস্টগণের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভোস্ট বলেন, আমাদের হলে বিভিন্ন সময়ে ছাত্রীরা অবৈধভাবে নিজেদের ইলেক্ট্রিক কেটলি মেশিন ব্যবহারে অসাবধানতা বসত দুর্ঘটনা শিকার হয়েছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি, কর্তৃপক্ষের সহায়তায় ছাত্রীদের সুবিধার জন্য বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় কেটলি স্থাপন করেছি।
তিনি আরও বলেন, হল কর্তৃপক্ষ এই আশাবাদ ব্যক্ত করছেন যে, এই সুবিধার ফলে আবাসিক ছাত্রীরা নিয়ম বর্হিভূতভাবে নিজ রুমে নিষিদ্ধ বৈদ্যুতিক সরঞ্জাম রাখবে না।