প্রধান বিচারপতির সাথে সিইসি কাজী হাবিবুল আউয়ালের বৈঠক

- আপডেট সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৪৬৭ বার পড়া হয়েছে

এইচ আর শফিক: আজ বুধবার বিকাল ৩ টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার- ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান(অব:), বেগম রাশেদা সুলতানা, জনাব মোঃ আলমগীর এবং জনাব মোঃ আনিছুর রহমান। সৌজন্য সাক্ষাতে মাননীয় প্রধান বিচারপতির সাথে মাননীয় নির্বাচন কমিশনারগণ কুশল বিনিময় করেন ।
উল্লেখ্য, দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয় বিগত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দায়িত্বভার গ্রহণের পর প্রচলিত রেওয়াজ অনুযায়ী বিভিন্ন সময় সাংবিধানিক নানা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সরকারের বিভিন্ন দপ্তরের সিনিয়র সচিব ও সচিবগণ সৌজন্য সাক্ষাৎ করেন। ইতোমধ্যে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অফিসার্স ক্লাব এর নির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার আজ প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ৷
সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার অপেক্ষমান সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এছাড়া অন্য কোন বিষয় নেই। এ সময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।