খুলনায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা: তিন দিনেও গ্রেফতার হয়নি অপরাধী
- আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ খুলনার লবণচোরা থানার স্কুলভিটা এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা ঘটনায় থানায় মামলার তিন দিনেও অপরাধী গ্রেফতার না হওয়ায় হতাশ ভুক্তভোগী শিশুটির পরিবার।
অভিযোগের সূত্রে জানা গেছে, স্কুলভিটা এলাকার অটো রিক্সা গ্যারেজের পাশে চা দোকানদার মানিক হোসেন শিকদারের ছয় বছরের শিশু মেয়েকে তারই প্রতিবেশী দীপ্তি মিস্ত্রি (৫০) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাগানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় পরে শিশুটি চিৎকার করলে ধর্ষণ দীপ্তি মিস্ত্রি ভয়-ভীতি দেখায়। এসব কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে শিশুটির বাবা মানিক হোসেন সিকদার পরের দিন লবণচোরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তিনদিন পার হওয়ার পরেও আসামি গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভিক্টিমের পরিবার। দীপ্তি মিস্ত্রি (৫০) ওই এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারটি তাদের নিরাপত্তা নিয়েও ভীত সন্ত্রস্ত বলে প্রতিবেদককে জানান।
এ বিষয়ে জানতে লবণচোরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।