শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ সফটয়ার প্রকৌশল বিভাগের খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টর ও এক সহকারী প্রক্টর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সমাজবিজ্ঞান বিভাগ সফটয়ার প্রকৌশল বিভাগের খেলায় এ ঘটনা ঘটে। আহত প্রক্টরিয়াল বডির সদস্যরা হলেন- ড. মো. আহসান হাবিব (প্রক্টর, ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলায় একপক্ষ অপরপক্ষকে অশ্রাব্যভাষায় স্লেজিং করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডতার ঘটনা ঘটে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে ওই ২ প্রক্টর সদস্য আহত হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছুটিতে অবস্থান করা প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমি দাপ্তরিক কাজে সিলেটের বাহিরে আসছি। আহসান সাহেব ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। খেলায় দায়িত্ব পালনকালে আমাদের ২ সদস্য আহত হয়। দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করা ও প্রক্টরবডিকে আহত করার মত অপ্রত্যাশীত ঘটনা কখনোই কাম্য নয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।