শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুসকা বিক্রেতাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ক্যাম্পাস এলাকায় ফুসকা বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রক্টর অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।
প্রক্টর জানান, শহীদ মিনারের নিচে ফুসকা টঙদের বসার স্থান নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু সেখানে বসার স্থান নিয়ে দীর্ঘদিন থেকে টঙওয়ালারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে মারামারি করে। এর আগেও এদের এসব আচরণ থেকে বিরত থাকতে একাধিকার সতর্ক করা হয়।
সর্বশেষ গতকাল বুধবার সন্ধ্যায় টঙ্যের স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি টঙের চেয়ার ও টেবিল পুড়ে যায়। যা নিজেদের আভ্যন্তরিক দ্বন্দ্বের কারণেই হয় বলে ধারণা করা হয়।
প্রক্টর বলেন, ফুচকাওয়ালাদের অন্তর্কোন্দলের ঘটনায় এর আগেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে কয়েকটি শর্ত দিয়ে তাদের পুনরায় দোকান চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ শর্ত ভঙ্গ করেছে।