শাবিতে এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে পারবে সব বিভাগের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউরিপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ফেব(ফ্যামিলি বিজনেস) M.B.A. in Family Business Management এ প্রোগ্রামে প্রথম ব্যাচের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ২৫ আগষ্ট, ২০২৩।
সোমবার(১৭ জুলাই) বিকেলে প্রজেক্ট ম্যানাজার প্রফেসর ড. জি এম রবিউল ইসলামে এসব তথ্য জানান।
ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৫ শে আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে (FAB Project-SUST, 5632502000784, Sonali Bank, SUST, Branch) আবেদন ফি ১০০০ টাকা জমা দিয়ে রসিদসহ আবেদন ফর্ম একাডেমিক বিল্ডিং-ই এর রুম নংঃ- ৩১৭, ৩য় তলায় তে জমা দিতে হবে। ভর্তি কার্যক্রমের লিখিত পরীক্ষা ২৮ জুলাই, মৌখিক পরীক্ষা ১১ আগস্ট এবং ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১২ আগস্ট।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। এরই ধারাবাহিকতায় ইউরিপিয়ান ইউনিয়ানের অর্থায়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
উল্লেখ্য, ইউরিপিয়ান ইউনিয়ানের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে বাংলাদেশে প্রথম বারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেসে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।