দেশের সর্বাধিক প্রেসিডেন্টস স্কাউটের সভাপতি শরিফুল, সম্পাদক অভিজিৎ
জবি প্রতিনিধি: দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।আজ জবি রোভার-ইন-কাউন্সিলের নতুন কমিটি (২০২৩-২৪) গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র রোভার মেট শরিফুল ইসলাম খানকে সভাপতি এবং সিনিয়র রোভার মেট অভিজিৎ বাড়ই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১৪ জুলাই) কাউন্সিলের সিনিয়র রোভার মেটরা মতামতের ভিত্তিতে এ নতুন কমিটি নির্বাচন করে। জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রাকিব আকন্দ ও ইমরান হাসান, যুগ্ম সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম সম্পাদক পদে রিফাত রায়হান, ট্রেনিং সম্পাদকে মেহেদী হাসান, অর্থ সম্পাদকে মাহবুব হাওলাদার, গার্ল ইন রোভার সম্পাদকে জান্নাতুল ফেরদাউস জুঁই, দপ্তর সম্পাদকে ফারহানা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকে আলম হোসেন, ক্রীড়া সম্পাদকে ইসমাইল হোসেন শাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদকে জহিরুল ইসলাম, প্রচার সম্পাদকে অনুপম মালাকার, প্রকাশনা সম্পাদকে নিরব সরকার দয়াল, বহিঃ যোগাযোগ সম্পাদকে চয়ন কৃষ্ণ দেব, পাঠাগার সম্পাদকে স্বাধীন আহমেদ জয়, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদকে তনিমা ইসলাম, আপ্যায়ন সম্পাদকে তানভীর আহমেদকে মনোনীত করা হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে এস কে জামিরুল ও হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক আনন রয়েছেন।