সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেছেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।
তিনি আজ রাজধানীর ঢাকা-১৮ আসনের উত্তরখান মাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন। এসময় দয়াল কুমার বড়ুয়া বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।
দয়াল কুমার বড়ুয়ার লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দয়াল কুমার বড়ুয়া জানান, ‘যত দিন বেঁচে থাকবেন, জনগণের জন্য কাজ করে যাবেন। মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য।’