শাবি ছাত্রীর ফোন ছিনতাই, তাৎক্ষণিক অভিযানে ফোন সহ দুই ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ১০:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৭৮৭ বার পড়া হয়েছে
টিউশন থেকে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষেত এক ছাত্রীর ফোন ছিনতাই করে দুই বহিরাগত। তাৎক্ষণিক অভিযানে পতিত জমির ডোবা থেকে ফোন সহ দুই ছিনতাইকারী আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন।
আজ রবিবার(০৯ জুলাই) রাত সাড়ে আটটায় দুই ছাত্রীহলের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রী জানান, টিউশন থেকে ফেরার পথে দুই ছাত্রীহলের মাঝে এলে কেউ একজন তার ফোন টান দেয়। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীকে বিষয়টি জানান।
পরে প্রক্টর ও নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাৎক্ষণিক অভিযানে হলের পাশের পতিত ডোবা জমি থেকে ফোন সহ আটক হয় দুই ছিনতাইকারী।
আটককৃতদের একজন মোঃ সুজন আহমেদ (২০) ও অপরজন মঈনুল ইসলাম (১৯)।
প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, আটককৃত দুজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।