জবিতে ভর্তির আবেদন ৩০ হাজার, সিট ২ হাজার ৭৬৫
- আপডেট সময় : ০৯:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
জবিতে ভর্তির আবেদন ৩০ হাজার, সিট হাজার ৭৬৫
জবি প্রতিনিধি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রায় ১১ জন শিক্ষার্থী।
বুধবার (৫ জুলাই) সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এ তথ্য জানান।
ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, গত ২০ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রমের সময় ছিল। নির্ধারিত সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি হবেন শিক্ষার্থীরা৷ যার মধ্যে বিজ্ঞান অনুষদে (ইউনিট এ) ৮২৫টি, মানবিক অনুষদে (ইউনিট বি) ১২৭০টি, বাণিজ্য অনুষদে (ইউনিট সি) ৫২০টি এবং বিশেষায়িত চার বিভাগে (সংগীত,নাট্যকলা,চারুকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন) ১৫০টি আসন রয়েছে।
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সময়ক্ষেপণ রোধে তিনটি ধাপেই ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই কিংবা আগস্টেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির।