বরিশালে মানবাধিকার কর্মকর্তা আব্দুর রাজ্জাকের ওপর হামলা

- আপডেট সময় : ১২:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ জহিরুল ইসলাম: বরিশাল কালুখান নিজ বাড়িতে মানবাধিকার কর্মকর্তা আব্দুর রাজ্জাক মনির ওপর হামলা চালানো হয়। মঙ্গলবার ( ২০ জুন ) ২০২৩ ইং তারিখ বিকালে তার ওপর এলোপাতাড়ি মারধরসহ গুরুতর আহত অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল সার্জারী ইউনিটে ভর্তি করানো হয়।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক মনির তিনি বলেন, পিত্তসম্পত্তি জোর পূর্বক বিভিন্ন স্টাম ও কাগজে লিখে না দেওয়া আপন মামা বাবুল ডাকুয়া ও আপন ভাই আব্দুর রব মিজু তার মাথার ওপর আঘাত করে। ঘটনায় ওই দুইজনে নাম উল্লেখ করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আব্দুর রাজ্জাক মনির তিনি ইউনাইটেড কনজিউমার প্রটেকশন এন্ড লিগ্যাল রাইটস ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক ( UCPLRF ) এবং ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস্ ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক ( NHRCRF ) হিসাবে দায়িত্ব পালন করছেন।