বিহারের ভাগলপুরে ভেঙে পড়ল নির্মাণাধীন আগুয়ানি-সুলতানগঞ্জ সেতু

- আপডেট সময় : ১১:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ভারত থেকে ব্যুরো প্রধান অনিরুদ্ধ পাল:
বিহারের ভাগলপুর জেলার নির্মাণাধীন আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুটি ভেঙে পড়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।তবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্মাণাধীন সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলেছেন।একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে কয়েকজন তাদের মোবাইল ক্যামেরায় ভেঙে পড়ার দৃশ্যের ছবি তুলছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ২৩ ফেব্রুয়ারি, ২০১৪-এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। টিথ্রি,১৬০ মিটার দীর্ঘ চার লেনের কেবলটি ছিল। সেতুটি ৩১ এবং ১০৭ নম্বর জাতীয় সড়ককে সংযুক্ত করবে, সুলতানগঞ্জকে খাগরিয়া, সহরসা, মধ্যপুরা এবং সুপল জেলার সাথে সংযুক্ত করবে।এমনটাই ঠিক ছিল।সেতুটি নির্মাণে ১৭৫০ কোটি রুপি খরচ হয়েছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি রাজ্যের পথ নির্মাণ বিভাগের মুখ্য সচিবের কাছ থেকে গঝটনার বিস্তৃত বিবরণ নিয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনায় যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর সাজার বিষয় সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।