জবির নয়টি কেন্দ্রে হবে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- আপডেট সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
জবির নয়টি কেন্দ্রে হবে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা
জবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (এ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার । পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আটটি উপকেন্দ্র সহ মোট নয়টি কেন্দ্রে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় শুরু হয়ে পরীক্ষা চলবে ১টা পর্যন্ত।
যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন বিন্যাস জবি ক্যাম্পাস ও এর আওতায় থাকা আটটি উপকেন্দ্রে সাজানো হয়েছে। উপকেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,
নটরডেম কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সরকারি বাংলা কলেজ,গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স,ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং উদয়ন স্কুল এন্ড কলেজ। এসব কেন্দ্রে মোট পরীক্ষা দিবেন ৫৬ হাজার ৫৩৬ জন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটির সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
তবে গত ২০মে ‘বি’ (মানবিক) ইউনিট ও ২৭ মে ‘সি’ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেই হিমশিম খান ভর্তিচ্ছুরা। তাই আগামীকাল বিশ্ববিদ্যালয় এলাকার যানজট নিরসনে ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে বলে জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আশা করছি আমাদের ক্যাম্পাস ও এর আওতায় থাকা সকল উপকেন্দ্রে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হবে। কেন্দ্রগুলো প্রস্তুত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে৷ প্রক্টরিয়াল বডির সদস্যরাও সকাল থেকেই কেন্দ্রে থাকবে৷ পাশাপাশি বিএনসিসি,রোভার স্কাউট,রেঞ্জার ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আগামীকাল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে৷ বিগত দুইটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ইউনিটের পরীক্ষাও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করি।
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (এ) ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পড়েছে৷ এই ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ কেন্দ্র ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ইউনিটে জবি কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেছিল ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী।