জাতীয় মেধায় ৯ম স্থানসহ ৯৪জনের চান্সপ্রাপ্তি
নার্সিং ভর্তি পরীক্ষায় সিলেট নিউরো নার্সিং ভর্তি কোচিং এর বাজিমাত
- আপডেট সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফলে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় মেধায় ৯ম স্থানসহ ৯৪জনের চান্সপ্রাপ্তির সৌভাগ্য অর্জন করেছে সিলেট নিউরো নার্সিং ভর্তি কোচিং।
ফলাফল ঘোষণার পর গতকাল(২৮ মে) দুপুরে সিলেট নগরীর আম্বরখানায় অবস্থিত নিউরো নার্সিং কোচিং এর নিজস্ব ক্যাম্পাসে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। পরিচালক রাশেদুল কবির খোকন, যুগ্ম-পরিচালক সাইফুর রহমান মারুফ ও ব্যবস্থাপক আলী আহমদ প্রমুখ।
এদিকে জাতীয় মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সানজিদা আলম। তিনি সিলেটের খাদিমনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে। সানজিদা জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে মাধ্যমিক ও সিলেট সরকারী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।
চান্স প্রাপ্তীর গৌরব নিয়ে সানজিদা আলম বলেন, প্রথমেই মহান আল্লাহপাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। আমার বাবা মা সহ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মেডিকেল লাইনে পড়ব। সে ইচ্ছা থেকেই নিউরো নার্সিং কোচিং এ ভর্তি হই। এখানে পরিচালনা বডির নিরলস যত্ন, দিকনির্দেশনা ও শিক্ষকদের পরিশ্রমেই আজ এতোদূর আসতে পেরেছি। নিউরো নার্সিং ভর্তি কোচিং অত্যন্ত যত্ন সহকারে আমাদের দিকনির্দেশনা দিয়ে এসেছে। যখন যেভাবে প্রয়োজন সেভাবে পড়িয়ে আমাদের যোগ্য করে তুলেছে। তাই আমি নিউরো নার্সিং কোচিং এর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
শিক্ষার্থীদের সফলতা কামনা করে পরিচালকরাশেদুল কবির খোকন বলেন, সিলেট নিউরো নার্সিং ভর্তি কোচিং এ আমাদের যেসব শিক্ষার্থী এবার নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে ৯৪জন চান্স পেয়েছেন। এটা আমাদের অনেক বড় সফলতা। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সার্ভিস দিয়েছি যেন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আল্লাহর অশেষ রহমরে আমাদের পরিশ্রম সফল হয়েছে।