সিলেট নিউরো নার্সিং ভর্তি কোচিং এ ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ মে) সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান জনাব ডাঃ হোসাইন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মডেল নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ দিলশাদ মিয়া, সিলেট নিউরো নার্সিং এর পরিচালক জনাব রাশেদুল কবির খোকন ও অন্যতম পরিচালক সাইফুর রহমান খান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট নিউরো নার্সিং কোচিং এর প্রধান পরিচালক জনাব মাহফুজুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোচিং স্বনামধন্য শিক্ষক শাহরিয়ার মাহমুদ সৈকত, দেলোয়ার হোসাইন, আমিনুর রহমান রাহাত, কোচিং এর সম্মানিত ব্যবস্থাপক আলী আহমদ।