আরএফএল ও ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে জবি

- আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: রাজধানীর ধূপখোলায় গ্যাস বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শাওনের মৃত্যুর ঘটনায় আরএফএল ও ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে। মামলার দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেবে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
রোববার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত শাওনের জন্য দোয়া ও স্মরণসভায় এ ঘোষণা দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, শাওনের পরিবারের পক্ষে বিচার চেয়ে মামলা চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার সব দায়িত্ব নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সব সহায়তা করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শ অনুযায়ী যেহেতু আরএফএল ও ওয়াসার কাজের ত্রুটির জন্য দুর্ঘটনাটি হয়েছে, তাই তাদের বিরুদ্ধেই মামলা করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, এ মৃত্যু দুঃখজনক। এর সুষ্ঠু তদন্ত যেন হয় তার জন্য মামলা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা নিজেই এর তদারকি করবো যেন কেউ কোনো ফাঁকফোকর দিয়ে বেঁচে যেতে না পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি হল রয়েছে কিন্তু ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা নেই। যত দ্রুত সম্ভব নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য হল তৈরির ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১ মে রাজধানীর ধূপখোলা বাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাওন। গত ৬ মে তিনি মৃত্যুবরণ করেন।
59 total views, 3 views today