মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঠদান, গবেষণা ও জ্ঞান সৃষ্টি ও বিতরণের পাশাপাশি অপর দুটি অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন। যার উপর শিক্ষার মান অনেকাংশেই নির্ভর করে। এক্ষেত্রে প্রশ্নপত্র সমীক্ষন বা মডারেশন খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুরু থেকে এ বিষয়গুলোর উপর বিশেষ জোর দিয়ে আসছে। ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থীদের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ছে।"
১১ মে বৃহস্পতিবার ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিইউসি) আয়োজিত প্রশ্নপত্র সমীক্ষন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রশ্নপত্র প্রণয়ন ও তা সমীক্ষনে শিক্ষকদের বিশেষ যত্নবান হওয়ার আহবান জানিয়ে আরো বলেন, শিক্ষকতা পেশা নয়; ব্রত। এ পেশায় নীতি-নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা সভ্যতার সৃষ্টি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকরা একটি সমাজ ও দেশের বাতিঘর হিসেবে কাজ করেন। সুতরাং, শিক্ষকরা তাদের দায়িত্বে অবহেলা করলে বা নীতি-নৈতিকতার সাথে আপোস করলে সভ্যতার পতন ঘটতে বাধ্য। আমরা প্রায়শঃই প্রশ্নপত্র ফাঁসের খরব শুনি। এর মাধ্যমে শিক্ষার সাথে জড়িত কতিপয় ব্যক্তিরাই দূর্নীতি করছেন না; বরং কিছুসংখ্যক শিক্ষার্থী ভ্রান্তপথে পরিচালিত হয়ে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বেই দূর্নীতির হাতেখড়ি নিচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরের স্থায়ী ক্যাম্পাসের এনেক্স ভবনের লেকচার গ্যালারি-১ এ অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিইউসি’র পরিচালক ও স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিইউসি’র অতিরিক্ত পরিচালক (ইএলটি) ড. রমা ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন আইকিইউসি’র অতিরিক্ত পরিচালক ও ছাত্রকল্যাণ উপদেষ্ঠা প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। উক্ত কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, আইন ও বিচার, ইংরেজী, অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।