ইতালি প্রবাসী স্বামী ও তার পরিবার কর্তৃক গৃহবধূকে হত্যার হুমকি
- আপডেট সময় : ১০:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার রিমা নামের এক গৃহবধূকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক-মানসিক নির্যাতন সহ হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
সুত্র জানায়, ফরিদপুর জেলার মধুখালীর মেয়ে রিমার বিয়ে হয় পার্শ্ববর্তী ভাঙ্গা থানার দেওড়া গ্রামের ইতালী প্রবাসী সুরুজ মাতুব্বর (৩৩), পিতা- আঃ রাজ্জাক মাতুব্বর, এর সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই প্রবাসী স্বামী তার নিকটস্থ আত্মীয়-স্বজনদের নিকট থেকে ডিভোর্স দিতে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শারীরিকভাবে ও নির্যাতন করে। এক পর্যায়ে বাধ্য হয়ে গৃহবধু রিমা তার বাবার বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ির লোকজন সোশ্যাল মাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে নানা রকম হুমকি-ধামকি দিতে থাকে এমনকি স্বামীকে ডিভোর্স না দিলে ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকিও প্রদান করেন। পরে ভুক্তভুগী গৃহবধূ মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দায়েরকৃত ওই অভিযোগে স্বামী সুরুজ মাতুব্বর সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। তারা হলেন, কাকলী আক্তার(৩২), সোনিয়া আক্তার(২৫), পলাশ সরদার(৪৫)।
ভুক্তভুগী গৃহবধূ রিমা বলেন, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা কামনা করছি।
এ বিষয়ে জানতে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।