বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তা জানানো হয়। একই সঙ্গে সফলতার সাথে রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পন্ন করায় বিদায়ী রাষ্ট্রপতি এ্যাডভোকেট মোঃ আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সোমবার(২৪ এপ্রিল) রাতে পাঠানো অভিনন্দন বার্তায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি ও শাবিপ্রবির আচার্য জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক-নির্দেশনায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা করি। সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন যোগ্য ব্যক্তিত্বকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতায় একজন আচার্য হিসেবেও বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আপনি পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।