কুবির বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) কুমিল্লার আলেখারচর বিশ্বরোড সংলগ্ন জমজম রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুড়িচং-ব্রাক্ষণপাড়া এসোসিয়েশনের সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজী সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান।
প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা- ৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান বলেন, পাকিস্তান আমলে আমরা যারা ছিলাম তারা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার অনেক সুযোগ পেতো। কিন্তু এখন প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার অনেকজন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তারা এই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে, আগামীতেও রাখবে বলে প্রত্যাশা।
সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, প্রতি বছর রমজান মাসে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই বুড়িচং ব্রাহ্মণপাড়া স্টুডেন্টদের ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হওয়া এবং একে অপরের পাশে সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন কুমিল্লা-৫ দুই উপজেলা নিয়ে গঠিত একটি শিক্ষার্থীবান্ধব অরাজনৈতিক আঞ্চলিক সংগঠন। আমরা চাই এই সংগঠনের মাধ্যমে দুই উপজেলার আলোকিত মানুষদের সাথে শিক্ষার্থীদের একটি মেলবন্ধন তৈরি হউক যা ভবিষ্যত নেতৃত্বকে আরো সুপ্রসন্ন করে তুলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুস সালাম বেগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু মুসা, ময়নামতি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান সহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন।