সংবর্ধনা সভায় মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য হিসেবে গড়ে তুলবো- এমইউ ভিসি
- আপডেট সময় : ১২:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
“কমবয়সে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের মধ্য থেকে প্রথম ভিসি হিসেবে প্রথম নিয়োগ আমার জন্য গর্বের ও চ্যালেঞ্জের। আমি একাগ্রতা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার মেধা ও প্রজ্ঞা দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার চেষ্টা করবো। আমি যদিও বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী নিয়েছি, বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা ও সম্মানসুচক কমনওয়েলথ স্কলারশিপ দু বার পেয়েছি, কিন্তু আমার শিক্ষা ও গবেষণার ভিত গড়ে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগ। এ বিভাগে আমার ছাত্র ও শিক্ষকতা উভয় সময় হলো আমার জীবনের সবচেয়ে সেরা সময়। শিক্ষক হিসেবেও আমার প্রচেষ্ঠা ছিল নিজ বিভাগকে সামনের দিকে এগিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য হিসেবে গড়ে তোলা। আজকে নিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আমাকে দেয়া সংবর্ধনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।” শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশন প্রদত্ত সংবর্ধনা সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথা বলেন।
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় সিলেটের একটি অভিজাত রেস্তোরার হলরুমে এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি মোতাহের হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আজিজুর রহমান সোহাগ, প্রকাশনা সম্পাদক মো. ইমদাদ উদ্দিন, নীলাঞ্জনা চক্রবর্তী, মোঃ নূর উদ্দিন, রহিমা খাতুন, কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক, নির্বাহী সদস্য শোয়েব আহমদ খান, আতিকুর রহমান, চয়ন চক্রবর্তী, শাহিন আলম, সরদার মনসুর আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক তানভীর আল হাসান, পিএসএস সোসাইটির সহ-সভাপতি মনির তালুকদার, বর্তমান শিক্ষার্থী নাঈম আহমেদ শুভ, প্রমূখ।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী হলেও প্রথম কোনো গ্র্যাজুয়েট হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ২০২২ সালের ১৬ নভেম্বর। ১৯৯১ সালে শিক্ষা কার্যক্রম শুরু হওয়া শাবিপ্রবির প্রথম কোনো গ্র্যাজুয়েট হিসেবে মাস্টার্স কোর্সের জন্য যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেন তিনি ২০০৯ সালে। মোহাম্মদ জহিরুল হক শাবিপ্রবির প্রথম ও একমাত্র শিক্ষার্থী যিনি দু’ বার বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপ পান। ২০১২ সালে তিনি দ্বিতীয়বারের মতো এ স্কলারশীপ লাভ করে লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পিএইচডি সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেন। মোহাম্মদ জহিরুল হক অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় ডিস্টিংশন অর্জন করেন যথাক্রমে ১৯৯৮ ও ১৯৯৯ সালে। এছাড়া শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম ও অদ্যবধি একমাত্র ছাত্র যিনি উভয় পরীক্ষায় ডিস্টিংশনসহ এ গ্রেড পেয়েছেন। উল্লেখ্য তিনি এ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ বিভাগে ছাত্র ও শিক্ষকতাকালীন সহশিক্ষামূলক কার্যক্রম ও গবেষণাকর্মে সদাসচেষ্ট ছিলেন। তিনি পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি।