সাহসী কাজের স্বীকৃতিতে চট্টগ্রাম ডিবি-উত্তর দক্ষিন ৭ চৌকস পুলিশ অফিসারকে পুরুস্কার প্রদান
- আপডেট সময় : ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৪২৫ বার পড়া হয়েছে
সকালের সংবাদ: সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম ডিবি উত্তর-দক্ষিন এর ৭ চৌকস অফিসারকে পুরুস্কার প্রদান করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় ও উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিন নিহাদ আদনান তাইয়ান” উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা বাহিনীর সভায় এই পুরস্কার প্রদান করা হয়।
গত ১২/০৪/২০২৩খ্রিঃ তারিখ ১১:০০ ঘটিকায় দামপাড়াস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সভা কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ইউনিটের কর্মরত পুলিশ অফিসাদের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়। উপ-পুলিশ কমিশনার , মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিন নিহাদ আদনান তাইয়ান জানান উক্ত অপরাধ সভায় মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিনের ০৭ জন অফিসারকে মাননীয় পুলিশ কমিশনার পুরস্কার প্রদান করেন। তার হলো: ১) পুলিশ পরিদর্শক এস এম আতাউর রহমান, ২) পুলিশ পরিদর্শক এসএম দিদারুল ইসলাম সিকদার, ৩) পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস, ৪) এসআই মৃদুল কান্তি দাস, ৫) এসআই আবদুল্লাহ আল মামুন, ৬) এসআই সাগর ভদ্র, ৭) এসআই ইমাম হোসেন । তিনি আরো জানান বর্ণিত অফিসারগন পুরস্কৃত হওয়ার প্রেক্ষিতে তাদের মধ্যে কর্ম উদ্দিপনা আরো বৃদ্ধি পাবে এবং অপরাধ নির্মূল ও মাদক উদ্ধার অভিযান আরো বেগবান হবে।