২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
- আপডেট সময় : ০৩:৫৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা কর্মসূচী পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করে তারা।
এ সময় সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘গণহত্যা, সাংবিধানিক এবং আন্তর্জাতিক স্বীকৃতি দান, গণহত্যা ও স্বীকৃতি আইন প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতা বিরোধী-যুদ্ধোপরাধী-মৌলবাদী জামায়াত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত সকল কর্মসূচীর সাথে আমরা একাত্বতা প্রকাশ করছি এবং আজকের এই জায়গা থেকে আমরা নব উদ্যমে এগিয়ে যাওয়ার শপথ করছি।’
সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান বলেন, ‘আজকের এই কর্মসূচি তাদের উদ্দেশ্যে যারা আমাদের স্বাধীনতা প্রাপ্তিকে সহজ করে দিয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল শহিদ এবং গাজীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ শ্রদ্ধাভরে স্মরণ করছে যারা আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে মৃত্যু বরণ করেছে। তাদের সকলের প্রতি আমরা শাবিপ্রবি শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।’
এসময় কর্মসূচিতে শাবি ছাত্রলীগের সাবেক বন পরিবেশ সম্পাদক মো খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারন সম্পাদক সুমনসহ সর্ব স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।