বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে শাবির বঙ্গবন্ধু হল

- আপডেট সময় : ১১:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে হল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার( ১৭ মার্চ) সন্ধ্যায় হলের সামনে ছাত্রদের নিয়ে কেক কাটেন প্রভোস্টবডি। কেক কাটা শেষে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন হল কর্তৃপক্ষ। এর আগে বেলা ১১টায় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু হল পরিবার।
হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রহল নেতা মামুন শাহ বলেন, বঙ্গবন্ধুর অবদানেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের হলের নামও জাতীর জনকের নামেই। তাই বঙ্গবন্ধুর জম্মদিনে আমাদের হলের এ আয়োজন প্রশংসার দাবী রাখে।
হল প্রভোস্ট মনিরুজ্জামান খান বলেন, আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। তাঁর অবদানের ফলেই আমরা স্বাধীন দেশে আমাদের জন্য উন্নতির জন্য কাজ করতে পারছি। আমাদের ছাত্রদেরও বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।