শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চারটি প্রশাসনিক পদে চার শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ে উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী এ তথ্য জানান।
এর মধ্যে নতুন দুই সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযাগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান এবং ইইই বিভাগের সহযাগী অধ্যাপক মােঃ কামরুজ্জামান খাঁন প্রিন্স।
এছাড়া বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীহলের সহকারী প্রভােস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহনাজ ইসলাম সোনিয়া।
চার পদে নিয়োগের অফিস আদেশে বলা হয়, দায়িত্বপালনের জন্য শিক্ষকরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান সুযোগ সুবিধা পাবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলে অফিস আদেশে বলা হয়।