ইসলাম সবুজ: ৪ মার্চ শনিবার গাজীপুর পুবাইলে আপন ভূবন পিকনিক সুটিং স্পটে মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ মারুফ, হোসেন সাবেক এ্যাডিশনাল আইজিপি ঢাকাস্থ খুলনা জেলা সমিতির সভাপতি। সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা জানেন ঢাকাস্থ খুলনা জেলা সমিতির পক্ষ থেকে আমরা একটা স্মরণিকা বের করেছি। স্মরণিকার নাম দেয়া হয়েছে (নোনাজল) আমাদেরে নোনা জল নিয়েই থাকতে হয় ননাজল নিয়ে আমাদের কাজ। আমাদের এই স্নরণিকায় বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে বাণী দিয়েছেন ,মহামান্য রাষ্ট্রপতির বাণী আছে, স্পীকার শিরিন শারমিনের বাণী আছে,, আমাদের ডক্টর মশিউর রহমানের বাণী আছে, মাননীয় খুলনার প্রতিমন্ত্রীর বেগম মন্নুজান সুফিয়ানের বাণী রয়েছে,আমাদের খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সাহেবের বানী আছে,এরপরে তিনি অনুষ্ঠানের কথায় চলে যান সদস্যদের উদ্দেশ্যে সভাপতি বলেন অনুষ্ঠানটা আপনাদের মাঝে কেমন লেগেছে,সবাইকে অনুষ্ঠান উপভোগ করতে বলেন।
সেই সাথে সবার সঙ্গে মতবিনিময় করেন,তাছাড়া সকাল বেলা ড্রোম ক্যামেরা আকাশে উড়িয়ে খেলা বিভিন্ন খেলার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পুরস্কার দেন এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করেন । এছাড়া ঢাকাস্থ খুলনা জেলা সমিতির সাধারণ সম্পাদক এস এম আলী আকবার খুলনা জেলা সমিতি ঢাকা, এ কে এম রবিউল ইসলাম সম্পাদক নোনা জল,আহ্বায়ক সম্প্রীতি খুলনা, এস এম শওকত আলী সদস্য সচিব সম্প্রীতি উৎসব ২০২৩ উপ কমিটি, আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ খুলনা জেলা সমিতির অনেকে ছিলেন।
পরিচালনা কমিটির সালাউদ্দিন হোসেন,মোঃ ইসলাম ফরহাদ, এসপি খালিদুল হক হাওলাদার, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, নদী শাসক বিল্লাল, লায়ন আখতারুজ্জামান, শেখ আলাউদ্দিন প্রকৌশলী সাদিউল হক, মোঃ মিন্টু , বাবু জাফর । সুন্দরভাবে সবাই আরো অনেক সদস্যবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেছেন।