ডিজিটাল নথির যুগে প্রবেশ করছে শাবিপ্রব
- আপডেট সময় : ১১:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করতে
যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি।
রবিবার(২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডি-নথি পদ্ধতির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ডি-নথি উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোেজা বেগম বলেন, ‘আজ প্রথম পর্বে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডি-নথির উদ্বোধন করা পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে এটি উদ্বোধন করা হবে।
ডি-নথি উদ্বোধনের মধ্য দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিজিটাল নথির যুগে প্রবেশ করেছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাে. ফজলুর রহমান বলেন, ডিজিটাল নথির মূল লক্ষ্য কাগজবিহীন অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা। আজ থেকে যাত্রা শুরু হলো। আমরা ক্রমান্বযয়ে পরীক্ষামূলকভাবে এর চর্চা শুরু করবাে।