ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




মুক্তিযুদ্ধে তরুণ প্রজম্মই স্বাধীনতার দাবী করেছিল: শাবি উপাচার্য

ইসফাক, শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে চট্টগ্রামে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের হাসনরাজা মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় বেলা বারোটায়।

প্রীতিলতার ওপর চলচ্চিত্র নির্মাণ দেশের জন্য গৌরবের জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রীতিলতা নামটি শোনার সাথে সাথে গর্বে আমাদের বুকটা ভরে উঠে। প্রীতিলতার জীবনের অন্ধকারের অংশের উপর প্রদীপের আলো ছাড়িয়ে জনসাধারণের কাছে তারা স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে ত্যাগ করে গেছেন তা সাধারণের সামনে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এ সিনেমায়।

উপাচার্য আরও বলেন, মুক্তিযুদ্ধে তরুণ প্রজম্মই স্বাধীনতার দাবী করেছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এ ধরণের চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রাখে। এছাড়া সঠিক পথে আসার জন্যও পথ দেখায়। এ চলচ্চিত্র দেখার মাধ্যমে দেশপ্রেম সবার মধ্যেই জাগবে। দেশপ্রেম জাগলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সঠিক পথ দেখাবে। এ চলচ্চিত্র আমাদের আরও বেশি বেশি দেখা দরকার। এটি যদি সিনেমাহলে দেখা দরকার হয় তাহলে তার টিকেটের অর্ধেক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়নে দেখানো হলে তার সম্পূর্ণ খরচ করবে।

শিক্ষার্থীরা মাদক থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় হবার আহবান জানান তিনি।

  1. এদিকে ‘বীরকন্যা প্রীতিলতা‘ সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঠিক ইতিহাস অনেকেই জানেনা। চট্টগ্রামে যারা স্বশস্ত্র আন্দোলন করেছে তাদের বিষয়ে বর্তমান তরুণ প্রজম্মের অনেকেরই অজানা। আমরা গবেষণা করে সিনেমাটির কাজ করেছি। প্রীতিলতা চট্টগ্রামের গর্ব।’

প্রদর্শনীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, পরিচালক ছাত্র উপদেশ ও নির্দেশনা অধ্যাপক আমিনা পারভিন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার নেতাকর্মী, শাবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ছাত্র সংগঠন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। গত ৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের ১০টি সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা‘ চলচ্চিত্রটি মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




মুক্তিযুদ্ধে তরুণ প্রজম্মই স্বাধীনতার দাবী করেছিল: শাবি উপাচার্য

আপডেট সময় : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে চট্টগ্রামে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের হাসনরাজা মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় বেলা বারোটায়।

প্রীতিলতার ওপর চলচ্চিত্র নির্মাণ দেশের জন্য গৌরবের জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রীতিলতা নামটি শোনার সাথে সাথে গর্বে আমাদের বুকটা ভরে উঠে। প্রীতিলতার জীবনের অন্ধকারের অংশের উপর প্রদীপের আলো ছাড়িয়ে জনসাধারণের কাছে তারা স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে ত্যাগ করে গেছেন তা সাধারণের সামনে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এ সিনেমায়।

উপাচার্য আরও বলেন, মুক্তিযুদ্ধে তরুণ প্রজম্মই স্বাধীনতার দাবী করেছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এ ধরণের চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রাখে। এছাড়া সঠিক পথে আসার জন্যও পথ দেখায়। এ চলচ্চিত্র দেখার মাধ্যমে দেশপ্রেম সবার মধ্যেই জাগবে। দেশপ্রেম জাগলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সঠিক পথ দেখাবে। এ চলচ্চিত্র আমাদের আরও বেশি বেশি দেখা দরকার। এটি যদি সিনেমাহলে দেখা দরকার হয় তাহলে তার টিকেটের অর্ধেক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়নে দেখানো হলে তার সম্পূর্ণ খরচ করবে।

শিক্ষার্থীরা মাদক থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় হবার আহবান জানান তিনি।

  1. এদিকে ‘বীরকন্যা প্রীতিলতা‘ সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঠিক ইতিহাস অনেকেই জানেনা। চট্টগ্রামে যারা স্বশস্ত্র আন্দোলন করেছে তাদের বিষয়ে বর্তমান তরুণ প্রজম্মের অনেকেরই অজানা। আমরা গবেষণা করে সিনেমাটির কাজ করেছি। প্রীতিলতা চট্টগ্রামের গর্ব।’

প্রদর্শনীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, পরিচালক ছাত্র উপদেশ ও নির্দেশনা অধ্যাপক আমিনা পারভিন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার নেতাকর্মী, শাবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ছাত্র সংগঠন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। গত ৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের ১০টি সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা‘ চলচ্চিত্রটি মুক্তি পায়।