আমিরুল ইসলাম ফরহাদ: রাজধানী ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নের সুব্যবস্থা রয়েছে। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।
আর এই রাজধানীর সুনামধন্য কলেজের অফিসার্স কাউন্সিলের কার্যকারী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মোতালিব হোসেন ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক এ.এম.এম মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অফিসার্স কাউন্সিল মিলনায়তনে নির্বাচন পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য প্রকাশ করে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফখরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা দেব, সদস্য পদে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশিদা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কুদ্দুস চৌধুরি, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ তরিকুল ইসলাম নির্বাচিত হন।