শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের অধীনস্থ সামাদ হাউস-১ ও সামাদ হাউস-২ এ শীতকালীন পিঠা উৎসব উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে বিভিন্ন রকমের পিঠা বিতরণ করেছে হল কর্তৃপক্ষ। সিলেট নগরীর মদিনামার্কেটে দুটি ভাড়া বাসা ছাত্রীদের সাব-হল হিসেবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার(৩০ জানুয়ারি) হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান এ তথ্য নিশ্চিত করেন। হল সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে হলের ছাত্রীদের মাঝে পিঠা বিতরণ শুরু হয়। এতে দুটি বাসার প্রায় দুইশতাধীক ছাত্রীর মাঝে এ পিঠা বিতরণ করা হয়। প্রতি ছাত্রীকে পাঁচ জাতের পিঠা এবং কোমলপানীয় দেয়া হয়।
সামাদ হাউস-১ এক ছাত্রী জানান, সন্ধ্যায় ম্যাম পিঠা নিয়ে সবার কক্ষে বিতরণ করেন। শীতকাল পিঠার জন বিখ্যাত তাই প্রাধ্যক্ষের এমন উদ্যোগ প্রসংশার ভূমিকা রাখে।
হল প্রাধ্যক্ষ জোবেদা কনক খান বলেন, গত মঙ্গলবার(২৪ জানুয়ারি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে শীতকালীন পিঠাৎসব উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে পিঠা বিতরণ করা হয়েছে। যেহেতু এই বাসা দুটি আমাদের হল হিসেবে ব্যবহার করা হয় তাই এখানকার ছাত্রীরা যেন পিঠাৎসব থেকে বঞ্চিত না হয় তাই তাদের মাঝেও পিঠা বিতরণ করা হয়। তিনি আরও বলেন, ছাত্রীরা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সে লক্ষেই হল কর্তৃপক্ষ কাজ করছে।