সংবাদ শিরোনাম :
শাবিপ্রবির সিরাজুন্নেসা হলে পিঠাৎসবে ছাত্রীদের পিঠা বিতরণ

প্রতিনিধি, শাবিপ্রবি
- আপডেট সময় : ১২:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

শীতকালীন পিঠা উৎসব উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে বিভিন্ন রকমের পিঠা বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল।
মঙ্গলবার(২৪ জানুয়ারি) হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান এ তথ্য নিশ্চিত করেন। হল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে হলের ছাত্রীদের মাঝে পিঠা বিতরণ শুরু হয়। এতে তিনটি ব্লকের প্রায় ৫শত ৫০জন ছাত্রীর মাঝে এ পিঠা বিতরণ করা হয়।

হলের এ-ব্লক দ্বিতীয় তলার এক ছাত্রী জানান, সন্ধ্যায় ম্যাম পিঠা নিয়ে সবার কক্ষে বিতরণ করেন। শীতকাল পিঠার জন বিখ্যাত তাই প্রাধ্যক্ষের এমন উদ্যোগ প্রসংশার ভূমিকা রাখে।
হল প্রাধ্যক্ষ জোবেদা কনক খান বলেন, শীতকালীন পিঠাৎসব উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে পিঠা বিতরণ কর হয়েছে। ছাত্রীরা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সে লক্ষেই হল কর্তৃপক্ষ কাজ করছে।