সাভারে সন্ত্রাসী কর্মকাণ্ড-চাঁদাবাজির অভিযোগ: পাভেল নামে যুবক আটক
- আপডেট সময় : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সাভার চাঁদাবাজি-মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক পাভেল আহমেদ কে গ্রেপ্তার করেছেন সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার ২৪ শে জানুয়ারি রাত ৮টার দিকে সাভার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই মজিবর।
সম্প্রতি গত ২২/০১/ ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১১ টার সময় এন এফ ভি আই শপিং কমপ্লেক্সে (অন্ধ মার্কেটের) কর্মচারী মোহাম্মদ হাসান ও তার ছোট ভাই সুজনকে ডেকে মার্কেটের তৃতীয় তলায় চাঁদাবাজ ও সন্ত্রাসী পাভেলের নামধারী অফিস কক্ষে নিয়ে মারধর করে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে হাসান ও সুজনের চাচাতো ভাই মহব্বত আলী বাদী হয়ে সাভার মডেল থানায় এজাহার দায়ের করেন। মামলার এজাহার সূত্রে সন্ত্রাসী পাভেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী পাভেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুকুর পাড় গ্রামের হেবজু মিয়ার ছেলে।