শাবিপ্রবিতে আমেনা-আজফর ট্রাস্টের অর্থ ২ লাখ থেকে বেড়েছে ২৫ লাখে
- আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ জুলাই ২০২০ সালে সম্পাদিত ‘‘আমেনা ও আজফর রাজা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’’- তহবিল ২ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে ।
রবিবার(২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নিকট ট্রাস্টের পক্ষ থেকে অবশিষ্ট ২৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এ ট্রাস্ট ফান্ড থেকে প্রতিবছর মোট ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে । বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর ২৫ হাজার টাকা করে পাবে ।
এর মধ্যে স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি থেকে ২ জন শিক্ষার্থী, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস থেকে ২ জন শিক্ষার্থী এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ২ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হবে । তন্মধ্যে প্রতি অনুষদ থেকে কমপক্ষে ১ জন ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।
চেক হস্তান্তরের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, দাতা সদস্য আহমদ মাহমুদুর রাজা চৌধুরী এবং দাতা সদস্য আহমদ মোশতাকুর রাজা চৌধুরী ।