সিরাজগঞ্জ প্রেসক্লাবে নতুন ১৯ সদস্য মনোনীত
- আপডেট সময় : ১২:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সাংবাদিকদের আঁতুড় ঘর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে ১৯ জন সদস্যকে নতুন করে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখে কার্যনিবার্হী কমিটির সভায় নতুন সদস্য পদের আবেদনসহ দাখিলকৃত কাগজপত্রাদি নিয়ে উপস্থিত সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে ১৯ জনকে সদস্য পদে অর্ন্তভূক্তি করণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর গত রোববার (১৫ জানুয়ারি) চূড়ান্ত অনুমোদন দেন সভাপতি ও সম্পাদক।
নতুন সদস্যরা হল- আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, বর্তমানের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি বদরুল আলম দুলাল, গণ মানুষের আওয়াজের জেলা প্রতিনিধি হুমায়ন কবির সুমন, অগ্রসরের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খালিদ হৃদয়, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, দৃষ্টি প্রতিদিনের জেলা প্রতিনিধি ছাম্মি আহম্মেদ আজমীর, আমার বার্তার জেলা প্রতিনিধি শাহীদা খাতুন, লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি সেলিম সিকদার, মানবকণ্ঠ জেলা প্রতিনিধি এম এ মালেক এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন দাস।
এদিকে ঐতিহ্যবাহী এ সংগঠনে দীর্ঘদিন পর প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সদস্য পদে মনোনীত করায় সকল সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।