গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
- আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল হোসেন (১৮), তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল (গাজীপুর-ল-১১-৩৪৫৭) ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।