সংবাদ শিরোনাম :
প্রতিটি উপজেলায় চক্ষুসেবার ব্যবস্থা হবে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
দেশের সব উপজেলায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা নিয়ে যেতে সমর্থ হয়েছে। আমরা প্রত্যেকটি উপজেলায় চক্ষুসেবা দেওয়ার ব্যবস্থা করে দেব।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে ‘কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন’ কার্যক্রমের তৃতীয় পর্যায়ে ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অন্যান্য স্বাস্থ্যসেবার মতো চিকিৎসা সেবাকেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
বঙ্গবন্ধুকন্যা বলেন, ২০০৯ সালে সারাদেশে হাসপাতালগুলোতে বেড ছিল ৩৮ হাজার, বর্তমানে তা ৬৭ হাজারে উন্নীত করা হয়েছে।