এইচএসসির ফল প্রকাশ ১১-১২ ফেব্রুয়ারি

- আপডেট সময় : ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তপন কুমার সরকার জানান, আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এই দুই দিনের কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রেক্ষিতে এই দুদিনের যেকোনো একদিন ফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ে ১১ ও ১২ ফেব্রুয়ারি প্রস্তাব পাঠানো হয়েছে। সুবিধাজনক সময়ে ফল প্রকাশ করা হবে।’
ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন।